বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনি সহিংসতার আশঙ্কা যুক্তরাষ্ট্রজুড়ে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২০ ২২:৫২

বিভিন্ন শহরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান কাঠের তক্তা মেরে মেরে সুরক্ষিত করছেন। হোয়াইট হাউসের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বন্দুকের বিক্রি বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা একদিকে ভোট দিতে শুরু করেছেন, আরেক দিকে ভোটের অনিশ্চিত ফলাফলের আভাসে দেশজুড়ে সহিংসতার আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ভোট গণনা নিয়ে মামলা-মোকদ্দমায় ভোটের ফল ঘোষণা পিছিয়ে যেতে পারে এবং সে কারণে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাটের সুরক্ষার প্রস্তুতি নিচ্ছেন। লুটপাট প্রতিরোধে দরজা-জানালায় সেঁটে দিচ্ছেন বাড়তি কাঠ। মঙ্গলবার বিবিসি ও এনবিসি নিউজের দুটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে সহিংসতার আশঙ্কায় সুরক্ষার বাড়তি প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচন উপলক্ষে অস্ত্রের বিক্রি বেড়েছে দেশটিতে। বাড়ানো হয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কর্মীদের সহায়তায় ন্যাশনাল গার্ডের সাহায্য চেয়েছে কয়েকটি রাজ্যের কর্তৃপক্ষ। 

নির্বাচনের সময়ে করোনা মহামারি ও বেকারত্বের কারণে সৃষ্ট ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আশঙ্কা জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

ওয়াশিংটনে একটি অফিসে কাঠ সাঁটানোর কাজ করছিলেন এলেক্স কুইন্টেরো। তিনি এনবিসি নিউজকে বলেন, ‘আমার ৩০ বছরের কর্মজীবনে শহরতলীর দোকানের দরজায় এত প্লাইউড (তক্তা কাঠ) সাঁটানো দেখিনি। অনেক জায়গায় প্লাইউডের সংকট দেখা দিয়েছে।’

দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এক পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে প্রায় ৩০ লাখ আগ্নেয়াস্ত্র আগাম ক্রয়ের চেক জমা হয়েছে। আগের পাঁচ বছরে অক্টোবর মাসগুলোতে গড় বিক্রির দিক থেকে যা প্রায় ১০ লাখ সংখ্যক বেশি।

গত সপ্তাহে সহিংসতা নিয়ে গবেষণা করে এমন তিনটি সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন, ইভেন ডাটা প্রজেক্ট ও মিলিশিয়াওয়াচ একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে, নির্বাচনের সময়ে সশস্ত্র তৎপরতা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা।  

কিছুদিন আগে কয়েক হাজার দোকানের ডিসপ্লে থেকে সাময়িকভাবে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল সাপ্লাই চেইন ওয়ালমারট। যদিও একদিন পরেই এই ঘোষণা থেকে সরে আসে তারা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দোকানের সুরক্ষায় প্রস্তুতি নিচ্ছেন নিউ ইয়র্কের ফিফথ এভিনিউসহ অন্যান্য এলাকার ব্যবসায়ীরা। নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় রয়েছেন তারা।

ওয়াশিংটনের ব্যাংক খাতের উপদেষ্টা ব্রায়ান গার্ডনার বিবিসিকে জানান, এর আগে ২০০০ সালের নির্বাচনে দেশটির শেয়ার বাজারে ৫ শতাংশ দরপতন ঘটেছিল । 

নির্বাচনের ফলাফলকে ঘিরে সহিংসতা শুরু হলে অর্থনীতির অবস্থা এবার আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো খবর