বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসা এক ব্যক্তির সংস্পর্শে এসেছেন তিনি। এ কারণে তিনি স্বেচ্ছা কোয়ারেন্টিনে যাচ্ছেন।
স্থানীয় সময় রোববার এক টুইটবার্তায় টেডরোস এ কথা জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
টেডরোস বলেন, ‘আমি ভালো আছি। করোনার কোনো উপসর্গ নেই।
‘ডব্লিউএইচওর প্রটোকল মেনে আগামী কয়েক দিনের মধ্যে স্বেচ্ছা কোয়ারেন্টিনে যাচ্ছি। এ সময় বাসায় থেকে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। এভাবে আমরা করোনার সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষিত রাখতে পারব।’
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সামলাতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর নানা উদ্যোগের সামনের সারিতে আছেন টেডরোস।
৫৫ বছর বয়সী টেডরোস ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত বলে বারবার বলে আসছেন টেডরোস।