ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এক বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিন প্রধান সাইফুল্লাহ মীর ওরফে গাজী হায়দার নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
রোববার হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সংগঠনটির শীর্ষ নেতা রিয়াজ নাইকু নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সাইফুল্লাহ।
পুলিশের কাশ্মীর রেঞ্জের প্রধান বিজয় কুমারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানায়, শ্রীনগরের রাংগ্রেথ এলাকায় কিছু হিজবুল সদস্যের উপস্থিতির খবর পেয়ে রোববার যৌথবাহিনী অভিযান চালায়। এসময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে একজন নিহত হন।
তিনি হিজবুল প্রধান সাইফুল্লাহ বলে চিহ্নিত করেছেন পুলিশের সোর্স। ঘটনাস্থল থেকে আরও এক জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল, পিস্তল এবং বিস্ফোরক।
বিজয় কুমার জানান, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সাইফুল্লাহর পরিবারের অপেক্ষায় রয়েছেন তারা। একই বছরে সংগঠনটির দুই শীর্ষ নেতার নিহত হওয়ার ঘটনাকে নিরাপত্তা বাহিনীর জন্য ‘বড় সাফল্য’ হিসেবে দেখা হচ্ছে।