যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তবে অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তার।
যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান এসএসআরএস পরিচালিত সিএনএনের জরিপে এ তথ্য পাওয়া গেছে।
২০১৬ সালের নির্বাচনে উল্লিখিত চারটি অঙ্গরাজ্যেই জিতেছিলেন ট্রাম্প। মঙ্গলবারের নির্বাচনে এর যেকোনো একটিতে হারলেই ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়া কঠিন হয়ে যাবে।
নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর সিএনএনের এ জরিপের তথ্যে আগের জরিপগুলোর তুলনায় খুব সামান্য পরিবর্তনই ধরা পড়েছে।
সমীক্ষায় দেখা যায়, এরই মধ্যে যারা ডাকে বা আগাম বুথে ভোট দিয়েছেন, তাদের হিসাবে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে। অপরদিকে ট্রাম্প এগিয়ে রয়েছেন যেসব ভোটাররা এখনো ভোট দেননি, তাদের হিসাবে।
এ কারণে শেষের ভোটাররাই ব্যবধান গড়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অ্যারিজোনা ও উইসকনসিনে জরিপের ফল সাম্প্রতিক উচ্চমানের গণজরিপের তথ্যের সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ। অ্যারিজোনায় জরিপে নমুনার ত্রুটিসহ বাইডেন ৫০ ও ট্রাম্প ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন।
উইসকনসিনে বাইডেন ৫২ শতাংশ সমর্থন পেয়ে ট্রাম্পের ৪৪ শতাংশ থেকে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন।
চার শতাংশ নমুনার ত্রুটি হিসাবে নর্থ ক্যারোলিনায় বাইডেনের ৫১ শতাংশের সঙ্গে ট্রাম্পের ৪৫ শতাংশের ব্যবধান খুব সামান্য। অঙ্গরাজ্যটিতে জরিপের এ ফল হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস দেয়।
গত সপ্তাহে এনবিসি নিউজ ও মেরিস্ট কলেজের সমীক্ষায়ও নর্থ ক্যারোলিনায় সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন বাইডেন।
মিশিগানে অবশ্য বিস্তর ব্যবধানে এগিয়ে বাইডেন। বাইডেনের পক্ষে যেখানে সমর্থন ৫৩ শতাংশ, সেখানে ট্রাম্পের পক্ষে মাত্র ৪১ শতাংশ।