বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এরদোয়ানের দুই ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ নভেম্বর, ২০২০ ১১:৩৭

এদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ নেই। তিনি টেলিভিশনে নিয়মিত ভাষণ দিচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দুই ঘনিষ্ঠ সহযোগী করোনায় আক্রান্ত হয়েছেন।

তারা হলেন এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু। দুজনই নিয়মিত তার সঙ্গে সাক্ষাৎ করতেন।

ইব্রাহিম কালিন শনিবার বলেছেন, তার শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। এ-সংক্রান্ত চিকিৎসার শেষ পর্যায়ে রয়েছেন তিনি।

তবে তিনি কবে থেকে অসুস্থ বোধ করছেন, এ বিষয়ে কিছু বলেননি।  

প্রেসিডেন্টের মুখপাত্রের এই মন্তব্যের মাত্র কয়েক ঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু জানিয়েছিলেন, তিনি, তার স্ত্রী ও কন্যা করোনায় আক্রান্ত। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা ভালো বোধ করছেন।

এদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ নেই। তিনি টেলিভিশনে নিয়মিত ভাষণ দিচ্ছেন। শনিবার তিনি ভূমিকম্পে বিধ্বস্ত ইজমির এলাকা পরিদর্শন করেন।

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে তুরস্ক ও গ্রিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নিহত হয় অন্তত ৩০ জন।   

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা শনিবার বলেন, তুরস্কে করোনায় আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২১৩ জন।

তুরস্কে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ২৫২ জনের। শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৩৬৭ জন।   

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরো খবর