বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহানবীর কার্টুন নিয়ে মুসলমানদের অনুভূতি বুঝি: মাখোঁ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ নভেম্বর, ২০২০ ১০:৩৬

মহানবীর কার্টুন প্রকাশকে কেন্দ্র করে ফ্রান্স সরকারের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাঁখো এ সাক্ষাৎকার দিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশের ঘটনায় মুসলমানদের বেদনাহত হওয়ার অনুভূতি বোঝেন তিনি। কিন্তু তিনি ‘মৌলবাদী ইসলামের’ মোকাবিলা করছেন, যা মুসলমানসহ সব মানুষের জন্যই হুমকি।

আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মাখোঁ এসব কথা বলেন।

মহানবীর কার্টুন প্রকাশকে কেন্দ্র করে ফ্রান্স সরকারের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের টানাপোড়েন চলছে। এর মধ্যেই মাঁখো এ সাক্ষাৎকার দিলেন।

‘যে অনুভূতি প্রকাশ করা হচ্ছে, তা আমি বুঝি এবং একে সম্মান করি। কিন্তু আপনাদের অবশ্যই এ মুহূর্তে আমার ভূমিকাটা বুঝতে হবে। এটা হলো দুটি কাজ করা; স্থিতি বজায় রাখার পাশাপাশি এসব অধিকারকে (কার্টুন প্রদর্শনের মতো বিষয়) সুরক্ষিত করা’, বলেন মাখোঁ।

‘নিজ দেশে আমি সবসময় কথা বলা, লেখা, চিন্তা ও আঁকার স্বাধীনতার পক্ষে বলব’, যোগ করেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, কার্টুন নিয়ে তথ্যবিকৃতি হয়েছে। অনেককেই বিশ্বাস করানো হয়েছে যে, ফ্রান্স রাষ্ট্র মহানবীর কার্টুন আঁকায় যুক্ত।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার ও বিকৃতির কারণে প্রতিক্রিয়া হয়েছে। কারণ লোকজন মনে করেছেন, আমি এসব কার্টুনকে সমর্থন করেছি।

‘কার্টুনগুলো কোনো সরকারি প্রকল্পের অংশ নয়; এগুলো অবাধ ও স্বাধীন সাংবাদপত্রে প্রকাশিত, যেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্তি নেই।’

মহানবীর কার্টুন প্রকাশকে ধর্মীয় অবমাননা হিসেবে নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমানরা। তবে সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট অবমাননার অধিকারের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

মহানবীর কার্টুন শিক্ষার্থীদের দেখানোর ঘটনার জেরে গত ১৬ অক্টোবর ছুরি হামলায় নিহত হন ফ্রান্সের শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তারা কার্টুন প্রকাশের অধিকারের পক্ষে দাঁড়ান।

এদিকে ফ্রান্সের নিস শহরের গির্জায় বৃহস্পতিবার ছুরি হামলায় তিনজনকে হত্যার ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় চার জনকে আটক করা হলো।

হামলায় অভিযুক্ত ব্রাহিম আউইসাউইয়ের ব্যাপারে তদন্ত শুরু করেছে ইতালি। 

এ বিভাগের আরো খবর