তুরস্কের ইজমির শহরে ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে এক মা ও তার তিন শিশু সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
শনিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৮ ঘণ্টা ধ্বংসস্তুপের নিচে আটকে ছিলেন তারা।
এদের মধ্যে একটি শিশু হাসপাতলে নেয়ার পর মারা গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা।
তাকে নিয়ে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ এ। এদের মধ্যে ৩৫ জন তুরস্কের ও ২ জন গ্রিসের।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মায়ের চতুর্থ সন্তানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকর্মীদের প্রসংশা করে এ ঘটনাকে ‘মিরাকল’ হিসেবে অভিহিত করেছেন ইজমিরের মেয়র টাঙ্ক সয়ের। তিনি জানান, ধবংসস্তুপে আরও অন্তত ১৮০ জন চাপা পড়ে আছে।
তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে, বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে আহত হয়েছে ৮০৪ জন।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে তুরস্কের ইজিয়ান সাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।