বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত এখন আমদানি করছে পণ্যটি। চাহিদা মেটাতে আলুও আনতে হচ্ছে দেশের বাইরে থেকে। ঘাটতি, তাই দাম বেড়েছে ব্যাপক। পরিস্থিতি বাংলাদেশের মতোই।
কলকাতায় আলু ৪০ রুপি ছুঁই-ছুঁই। পেঁয়াজ ১০০। গ্রামাঞ্চলে দাম আরও বেশি। অর্থাৎ বাংলাদেশি টাকায় আলু ৪৫, পেঁয়াজ ১১৫।
ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে আলু ৬০ ছাড়িয়েছে। পেঁয়াজ ১৫০।
এই অবস্থায় বিহারের চলছে ভোট। সেখানে বড় ইস্যু হয়ে উঠছে আলু-পেঁয়াজের অগ্নিমূল্য। বিরোধীরা আলু-পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য দুষছেন শাসক দলকেই।
আর পরিস্থিতি সামাল দিতে তাই আফগানিস্তান থেকে পেঁয়াজ আর ভুটান থেকে আলু আমদানি করছে ভারত সরকার।
বিহার রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ২৮ অক্টোবর ৭১টি কেন্দ্রে ভোট শেষ। ৩ নভেম্বর ৯৪টি কেন্দ্রে আর শেষ দফায় ৭ নভেম্বর ৭৮টি কেন্দ্রে হবে ভোট। গণনা ১০ নভেম্বর।
বিজেপি ও কংগ্রেস দু-দলই আঞ্চলিক দলের ভরসাতেই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ। বিজেপির ভরসা শাসক দল জেডিইউ। আর কংগ্রেস আরজেডি ও বাম দলগুলির সঙ্গে মহাজোট করে জিততে চাইছে বিহার।
প্রচারে অন্যান্য ইস্যুর সঙ্গে বড় হয়ে দাঁড়িয়েছে আলু-পেঁয়াজের দাম। আকাশছোঁয়া দামে চিন্তিত বিজেপি শিবির। উৎসবের মৌসুমে দামকে লাগাম আনতে তাই চাপ বাড়ছে দলের হাইকমান্ডের কাছে।
ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছে, ‘উৎসবের মৌসুমে আফগানিস্তান থেকে পেঁয়াজ আর ভুটান থেকে আলু এলেই দাম নিয়ন্ত্রণে আসবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আমদানি।'
চলতি বছরে ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে প্রবল বর্ষণে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর পেঁয়াজ মাঠেই নষ্ট হয়। আলুও প্রাকৃতিক দুর্যোগের শিকার।