তুরস্কে গত শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় মারা গেছে ২৫ জন । বাকি দুজন মারা গেছে গ্রিসের সামোস দ্বীপে।
শুক্রবার দুপুরে ইজিয়ান সাগর উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
ভূমিকম্পে তুরস্কের ইজমির শহরের কমপক্ষে ২০টি ভবন ধসে গেছে। শহরটির মেয়র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।
তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা জানায়,ভূমিকম্পে কমপক্ষে ৮০৪ জন আহত হয়েছে। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সংস্থাটি আরও জানায়, মূল ভূমিকম্পের পর মোট ১৯৬ বার ছোট ছোট ভূকম্পন রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২৩ টি ছিল ৪.০ মাত্রার চেয়ে বেশি। তুরস্কের পরিবেশ ও নগরায়ণমন্ত্রী মুরাত কুরুম বলেছেন, ১৭টি ভবনে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে,যার মধ্যে চারটি ধসে গেছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অস্ত্রোপচার হয়েছে এবং আটজন নিবিড়ি পরিচর্যায় রয়েছে।
টিভি ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তর ইজমির প্রদেশের সেসমি ও সেফেরিহিসার শহরের সড়ক পানিতে প্লাবিত হয়েছে। গ্রিসের সামোস দ্বীপও পানিতে প্লাবিত হয়েছে। কর্মকর্তারা একে ‘মিনি সুনামি’ হিসাবে বর্ণনা করেছেন। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
এক টুইটবার্তায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে প্রাণহানির জন্য গ্রিসের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, কঠিন সময়ে দুই প্রতিবেশি দেশের পরস্পরের সংহতি প্রদর্শন জীবনের যেকোনো কিছুর চেয়ে মূল্যবান।
এরদোয়ান বলেন,তুরস্ক সবসময় গ্রিসকে সাহায্য করার জন্য প্রস্তুত।
সূত্র: সিএনএন