বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একই দিনে ফ্লোরিডায় সমাবেশ ট্রাম্প-বাইডেনের

  •    
  • ৩০ অক্টোবর, ২০২০ ১৬:০৭

নির্বাচনের লড়াইক্ষেত্র হিসেবে বিবেচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমাবেশ করেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন আগে একই অঙ্গরাজ্যে সমাবেশ করেছেন দেশটির প্রেসিডেন্ট, রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাচনের লড়াইক্ষেত্র হিসেবে বিবেচিত ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমাবেশ করেন তারা।

ফ্লোরিডার টাম্পা শহরে এক ঘণ্টা ৪০ মিনিটের সমাবেশে হাজার হাজার জনগণের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘করোনা ঠেকাতে লকডাউনের পরিকল্পনা করছে জো বাইডেন। আপনাদের ঘরে আটকে রাখতে চাইছেন তিনি।’

ট্রাম্প বলেন, ‘দেখুন, আমাদের ইউরোপের সঙ্গে তুলনা করা হচ্ছে। জার্মানি অনেক ভালো করছে, ফ্রান্স অনেক ভালো করছে। না, তারা ভালো করছে না।’

ইউরোপের দেশগুলোর মধ্যে বিদ্যমান মিত্রতা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘করোনা ঠেকাতে তারা সব বন্ধ করে দিচ্ছে। তাদের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। আমরা আবার লকডাউনে ফিরে যাব না। আমরা লকডাউন করেছিলাম। করোনাকে বুঝতেও পেরেছি। এখন আমরা ব্যবসার জন্য সব খুলে দিয়েছি।’

সমাবেশে মজা করে ট্রাম্পকে পরিচয় করিয়ে দেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ওই সময় তিনি বলেন, ‘আমাদের দেশ আশার দেশ; ভয় বা দুর্বলতার নয়। আমাদের যে একজন নেতা আছেন, তা তিনি আমাদের প্রতিদিন দেখিয়ে দিচ্ছেন।’

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইক্ষেত্র নর্থ ক্যারোলিনার ফায়েত্তেভিল শহরে সমাবেশ করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় সমাবেশটি বাতিল করা হয়।

এদিকে ফ্লোরিডার মায়ামি শহরের ব্রাওয়ার্ড এলাকার একটি কলেজে ২৩ মিনিটের মোটর সমাবেশ করেন বাইডেন।

সমাবেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে করমর্দনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু আমরা দায়িত্বশীল থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

ওই সময় করোনার সংক্রমণ এড়াতে অনেকে গাড়িতেই ছিলেন। মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনে চলায় তাদের ধন্যবাদ জানান বাইডেন।

ফ্লোরিডায় ট্রাম্পের সমাবেশকে ‘সুপারস্প্রেডার’ (ব্যাপক হারে করোনা ছড়ানো) হিসেবে উল্লেখ করেন বাইডেন। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ডনাল্ড ট্রাম্প হাল ছেড়ে দিয়েছেন।’

বাইডেনের মন্তব্য, করোনা ঠেকাতে ট্রাম্পের মতো দেশে লকডাউন ঘোষণা করবেন না তিনি।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বলেন, ‘ট্রাম্প এমনই এক ব্যক্তি যিনি মনে করেন, নির্বাচনে জেতার একমাত্র পথ হলো আমাদের বর্ণ, জাতীয়তা, লৈঙ্গিকভাবে বিভক্ত করা।’

তিনি বলেন, ‘দেখুন, ট্রাম্প কে, তা সবাই জানে। আমাদের তাকে দেখাতে হবে, আমরা কে।’

 

ফ্লোরিডা, নেভাডাসহ অন্য লড়াইক্ষেত্রে বসবাসকারী হিসপ্যানিক ভোটারদের উদ্দেশে বাইডেন বলেন, ‘বিশ্বের অনেক স্বৈরশাসকের প্রশংসা করেন ট্রাম্প। সে হিসেবে কিউবা বা ভেনেজুয়েলার গণতন্ত্র ও মানবাধিকারের সমর্থন করা তার পক্ষে সম্ভব নয়।’

বাইডেনের এই বক্তব্যের পরপরই ট্রাম্প টুইটবার্তায় বলেন, ‘আমাদের প্রতিপক্ষ আমেরিকাকে সাম্যবাদী কিউবা বা সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায় পরিণত করতে চান।’

সূত্র: বিবিসি

এ বিভাগের আরো খবর