বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেনেগালে নৌকাডুবিতে ১৪০ জনের মৃত্যু

  •    
  • ৩০ অক্টোবর, ২০২০ ১৩:২৫

তারা ঘটনাটিকে বছরের সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে।

সেনেগাল উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ১৪০ ইউরোপমুখী অভিবাসীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম বিষয়টি জানিয়েছে।

তারা ঘটনাটিকে বছরের সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে।

আইওএম জানায়, গত শনিবার সেনেগালের রাজধানী ডাকারের এমবাউর শহর ছাড়ার কয়েক ঘণ্টা পর ২০০ যাত্রীসহ নৌকাটি আগুন লেগে উল্টে যায়।

আইওএম এক বিবৃতিতে জানায়, সেনেগাল, স্পেনের নৌবাহিনী ও জেলেরা ৬০ জনকে উদ্ধার করে। কিন্তু ‘অন্তত ১৪০ জন ডুবে গেছে’।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্যানারি দ্বীপে যাওয়ার সমুদ্রপথটি বিপজ্জনক।

দারিদ্র্যের হাত থেকে বাঁচতে নিরুপায় লোকজন দীর্ঘদিন ওই পথকে ব্যবহার করে আসছেন। ২০০০ সালের মাঝামাঝি সময় স্পেন টহল বাড়ানোর পর ওই পথে পারাপার কমে যায়। তবে চলতি বছরে তা আবার বেড়ে যায়।

বেঁচে যাওয়া যাত্রীদের প্রয়োজন ও তাৎক্ষণিক মনো-সামাজিক সহায়তা মূল্যায়ন করতে সেনেগাল সরকার ও আইওএমের একটি দল মিসৌরির সেন্ট লুইস শহরে যাচ্ছে।

আইওএমের তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপে যাতায়াত গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু সেপ্টেম্বরে ৬৬৩ জন অভিবাসী ১৪টি নৌকায় চড়ে ওই পথ পাড়ি দিয়েছেন। এ সময় ২৬ শতাংশ নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে বা ডুবে গেছে।

এ বছর ক্যানারি দ্বীপে ১১ হাজার অভিবাসী এসেছেন। গত বছর এ সংখ্যা ছিল দুই হাজার ৫৫৭।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরো খবর