বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরাসিদের শাস্তির অধিকার আছে মুসলমানদের: মাহাথির

  •    
  • ৩০ অক্টোবর, ২০২০ ০৯:৪৫

মহানবী হজরত মোহাম্মদের (সা.) কার্টুন দেখানোর জেরে প্যারিসের স্কুলশিক্ষককে হত্যার সমর্থন করা যায় না।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘অতীতের গণহত্যার জন্য লাখ লাখ ফরাসিকে হত্যার’ অধিকার মুসলমানদের আছে। তবে মহানবী হজরত মোহাম্মদের (সা.) কার্টুন দেখানোর জেরে প্যারিসের স্কুলশিক্ষককে হত্যার সমর্থন করা যায় না।

বৃহস্পতিবার ব্লগ ও টুইটবার্তায় মাহাথির এসব কথা বলেন।

মাহাথির বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন তিনি। কিন্তু এ স্বাধীনতা ব্যবহার করে অন্যদের অপমান করা উচিত নয়।

টুইটবার্তায় মাহাথির বলেন, “অতীতের গণহত্যার জন্য ক্ষুব্ধ হওয়া ও লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার মুসলমানদের আছে। কিন্তু সব দিক বিবেচনায় নিয়ে মুসলমানরা ‘প্রতিশোধের’ রাস্তা বেছে নেয়নি। মুসলমানরা প্রতিশোধ নেয় না। তাই ফরাসিদেরও নেয়া উচিত না।”

তিনি বলেন, ‘প্যারিসে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু তার জন্য সব মুসলমান ও ইসলামকে আপনারা দায়ী করছেন। বিষয়টি এমন হলে মুসলমানদেরও ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার আছে।’

এদিকে নীতি ভঙ্গের অভিযোগ এনে মাহাথিরের বার্তাটি সরিয়ে ফেলেছে টুইটার।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ দেশটির অন্য কর্মকর্তাদের শ্রেণিকক্ষে মহানবীর কার্টুন দেখানোর পক্ষে মন্তব্যের নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ।

১৬ অক্টোবর শ্রেণিকক্ষে মহানবীর কার্টুন দেখানোর জেরে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের চেচেন বংশোদ্ভূত এক যুবক।

ওই ঘটনার পরই মহানবীর ছবি প্রদর্শন ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে বিভক্ত হয়ে পড়েন বিশ্ব নেতারা।

সূত্র: রয়টার্স

এ বিভাগের আরো খবর