ফ্রান্সের একটি গির্জায় ঢুকে ছুরি দিয়ে নারীর শিরশ্ছেদ করেছে এক দুর্বৃত্ত। হামলায় আরও দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার দেশটির নিস শহরের নটর ডেম গির্জায় হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
শহরটির মেয়র ক্রিস্টিয়ান এসট্রসি এক টুইটবার্তায় জানান, নটর ডেম গির্জার ভেতর এ হামলা হয়। ওই সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় হামলাকারী।
এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে।
ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর বিভাগকে হামলার তদন্তের ভার দেয়া হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর গির্জার চারদিক পুলিশ ঘিরে ফেলেছে।
হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
১৬ অক্টোবর শ্রেণিকক্ষে মহানবী হজরত মোহাম্মদের (সা.) কার্টুন দেখানোর জেরে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের চেচেন বংশোদ্ভূত এক যুবক। ওই হত্যার সঙ্গে গির্জায় হামলার সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি।