বৈশ্বিক করোনা মহামারির সময়ে সৌদি আরবের স্বাস্থ্য খাতে কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রিয়াল (এক কোটি ১২ লাখ টাকা) করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ।
মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য খাতে সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক প্রতিষ্ঠানে কর্মরত সৌদি কিংবা সৌদির বাইরে থেকে আসা যেকোনো কর্মীর মৃত্যু হলে পরিবার এ সুবিধা পাবে।চলতি বছরের ২ মার্চের পর করোনা মোকাবিলায় মৃত্যু হলে কারো পরিবার এ অর্থ পাবে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।
তাদের সবাই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ছিলেন।