পাকিস্তানে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে সাত জন নিহত ও ৭২ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে বিস্ফোরণটি হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
পুলিশের এক কর্মকর্তা জানান, সকালে শহরটির দির কলোনি এলাকার স্পিন জামাত মসজিদে বিস্ফোরণ ঘটে। মসজিদটিতে স্থানীয় শিশুদের পড়ানো হয়।
এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, বিস্ফোরণের একটু আগে এক ব্যক্তি ব্যাগে বোমা নিয়ে মসজিদে ঢোকেন।
পেশোয়ার পুলিশ প্রধান মোহাম্মদ আলী খান বলেন, ‘বিস্ফোরণের সময় শিক্ষার্থীরা কোরআন পাঠ করছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় পাঁচ থেকে ছয় কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। হামলাকারী ব্যাগের ভেতরে থাকা বোমা মসজিদে রেখে চলে যান।’
প্রাদেশিক বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের প্রধান শাফকাত মালিক বলেন, ‘বিস্ফোরকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাইমড ডিভাইস; এতে টিএনটি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা করেই হামলাটি চালানো হয়েছে।’
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তৈমুর খান জাগরা বলেন, ‘আহতরা পেশোয়ার শহরের সরকারি লেডি রিডিং হাসপাতালে চিকিৎসাধীন।’
সূত্র: বিবিসি ও আল জাজিরা