‘ইসলামবিরোধী’ অবস্থানের অভিযোগ তুলে ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তুর্কি নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্রান্সের লেবেলযুক্ত জিনিস কিনবেন না।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিরা যেভাবে বিদ্বেষমূলক প্রচারণার শিকার হয়েছিল একই ভাবে এখন মুসলিমরাও বিদ্বেষের লক্ষ্যবস্তু হচ্ছে বলে অভিযোগ করেন এরদোয়ান।
তিনি বলেন, ‘ইউরোপের নেতাদের উচিত ফ্রান্সের প্রেসিডেন্টকে তার ঘৃণামূলক প্রচারণা বন্ধ করতে বলা।’
তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটি যেসব দেশ থেকে আমদানি করে তার মধ্যে ফ্রান্সের অবস্থান দশম।
ফ্রান্সের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনাল্ট তুরস্কের প্রধানতম গাড়ির ব্র্যান্ড।
১৬ অক্টোবর ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে আঁকা কার্টুন শিক্ষার্থীদের দেখানোয় প্যারিসের স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের এক চেচেন বংশোদ্ভূত যুবক।
গত বুধবার স্যামুয়েলের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘স্যামুয়েলকে হত্যা করা হয়েছে কারণ ইসলামপন্থিরা আমাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিতে চায়।’
মাখোঁর ওই বক্তব্যের পরই ‘ইসলাম বিদ্বেষ’ এর অভিযোগ তুলে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো।
সূত্র: বিবিসি