ক্যামেরুনের একটি স্কুলে দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে আট শিশু নিহত হয়েছে। হামলায় আরও ১২ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
স্থানীয় সময় শনিবার দুপুরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমবা শহরে এ ঘটনা ঘটে।
জাতিসংঘের ভাষ্য, বেসামরিক পোশাক পরা কয়েকজন ব্যক্তি মাদার ফ্রান্সিসকা ইন্টারন্যাশনাল বাইলিঙ্গুয়াল একাডেমিতে ঢুকে বন্দুক ও চাপাতি নিয়ে হামলা চালায়।
চলতি মাসের শুরুতে স্কুল খোলার পর এমন হামলাকে ‘চরম নৃশংস’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) এক বিবৃতিতে বলা হয়, ‘বন্দুকের গুলি ও চাপাতির আঘাতে অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
হামলার সময় স্কুলটির দোতলা থেকে লাফাতে গিয়েও কয়েক শিশু আহত হয়েছে বলে জানা গেছে।
কুমবা শহরের উপাধ্যক্ষ আলী আনাউগো বলেন, ‘হামলাকারীরা শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়।’
স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানো ওবাস ১২ থেকে ১৪ বছর বয়সী ছয় শিশুর মৃত্যু নিশ্চিত করেছেন। আরও আট শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
ক্যামেরুনে আলাদা রাষ্ট্রের দাবিতে সরকারি বাহিনীর সঙ্গে পশ্চিমাঞ্চলীয় ইংরেজিভাষী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে।
চলমান সংঘর্ষের সঙ্গে ওই স্কুলে হামলার কোনো সম্পৃক্ততা আছে কি না, তা পরিষ্কার নয়।
সূত্র: আল জাজিরা