আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় শিক্ষার্থীসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
স্থানীয় সময় শনিবার দুপুরে শিয়া অধ্যুষিত পশ্চিম কাবুলের দাশত-ই-বারচি এলাকার কাউসার-ই-দানিশ শিক্ষাকেন্দ্রের বাইরে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে সংগঠনটি কোনো প্রমাণ দেয়নি।
তালেবান জানিয়েছে, তারা এ হামলায় জড়িত নয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেসরকারি ওই ভবনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘শিক্ষাকেন্দ্রে হামলাকারী ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে থামায়। ওই সময় হামলাকারী বিস্ফোরণটি ঘটায়।’
স্থানীয় বাসিন্দা আলী রেজা জানান, হতাহত শিক্ষার্থীরা শিক্ষাকেন্দ্রে ঢোকার অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, ‘ওই কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠি।’
গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। বেশির ভাগ সহিংসতার পেছনে তালেবানের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চলমান সহিংসতা কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা বাধাগ্রস্ত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
সূত্র: বিবিসি ও আল জাজিরা