উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণের সমালোচনা করে হোয়াইট হাউজের উপ নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ পটিনজার বলেছেন, চীনের সীমানার ভেতরে ‘কনসেনট্রেশন ক্যাম্প’ রাখার কোনো ন্যায্যতা নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন বিষয়ক নীতি নির্ধারণের অন্যতম উপদেষ্টা পটিনজার শুক্রবার ব্রিটেনভিত্তিক একটি নীতি নির্ধারক সংস্থার অনলাইন বৈঠকে এই মন্তব্য করেন।
চীনের জনগণের উদ্দেশে মান্দারিন ভাষায় দেয়া বক্তব্যে পটিনজার বলেন, ‘আপনাদের সীমান্তের ভেতরে কনসেনট্রেশন ক্যাম্প স্থাপনের কোনো বিশ্বাসযোগ্য বৈধতা চীনের দর্শন, ধর্ম ও মূল্যবোধের কোথাও আমি খুঁজে পাইনি।’
উইঘুর মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি চীন সরকারের নীতি নিয়ে সত্যিটা জানতে চীনা জনগণের প্রতি আহবান জানান তিনি ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নিয়ে চীন সরকারের কর্মকাণ্ডকে গণহত্যার ‘কাছাকাছি’ বলে অভিহিত করেন।
প্রদেশটিতে উইঘুর নিপীড়নের সঙ্গে জড়িত অভিযোগে চীন সরকারের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।