যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১২ দিন আগে শেষ বিতর্কে মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষ মুখোমুখি হন। বিতর্কের সঞ্চালক এনবিসির সাংবাদিক ক্রিস্টেন ওয়েকার।
এ তর্কযুদ্ধে দুই প্রার্থীর আলোচনার কেন্দ্রে ছিল করোনাভাইরাস, স্বাস্থ্যব্যবস্থা, বাইডেনের পরিবার, সীমান্তে অভিবাসী পরিবারগুলোর বিচ্ছেদ, উত্তর কোরিয়া, রবার্ট মুলার, নির্বাচনে ইরান-রাশিয়ার হস্তক্ষেপ, করব্যবস্থা, ডা. ফাউচির মতো বিষয়গুলো।
বিতর্কের শুরুতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, সংক্রমণ ঠেকাতে তার নেয়া পদক্ষেপ মানুষের জীবন রক্ষা করেছে।
অন্যদিকে করোনা নিয়ে ট্রাম্পের সমালোচনা করে বাইডেন বলেন, করোনা সংক্রান্ত ঝুঁকি গুরুত্বের সঙ্গে নেননি ট্রাম্প। এ ছাড়া প্রয়োজনীয় দায়িত্বও ঠিকমতো পালন করেননি তিনি।
দেশের বাইরে বাইডেনের ছেলে হান্টারের ব্যবসা-বাণিজ্য নিয়ে দুই পক্ষ বিতর্কে জড়ান।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ট্রাম্প-বাইডেনের প্রথম বিতর্কে বিশৃঙ্খলা হয়। কথা বলার সময় প্রতিপক্ষ বাইডেনকে বারবার বাধা দেন ট্রাম্প।
এ কারণে শেষ বিতর্কে কথা বলার সময় যেন কেউ কাউকে থামিয়ে দিতে না পারেন, সে জন্য মিউট বাটনের ব্যবস্থা রাখা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, দ্য ভার্জ