ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটি (৪৭) খুনের ঘটনায় প্যারিসের উপকণ্ঠে একটি মসজিদ ছয় মাসের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের ‘দ্য গ্র্যান্ড মস্ক অফ পতা’ নামের মসজিদটি বন্ধ করে দেয়া হয়।
গত শুক্রবার বিকেলে স্যামুয়েলকে ছুরি দিয়ে শিরশ্ছেদ করেন আবদৌলাখ (১৮) নামের এক যুবক। ঘটনার পরপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।
হামলার আগে নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছিল ওই মসজিদ, যাতে স্যামুয়েলের প্রতি বিদ্বেষ প্রদর্শন করা হয়।
স্যামুয়েল হত্যার পর ঘৃণা উদ্রেককারী বার্তা, ধর্মপ্রচারকদের বিতর্কিত ধর্মীয় উপদেশ ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি এমন বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার করে ফ্রান্স কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে।
প্যারিসের উত্তরাঞ্চলীয় সেন-সা-দুনি এলাকার প্রধান জানান, সন্ত্রাস দমনে মসজিদের বাইরে বন্ধের নোটিস সেঁটে দেয়া হয়েছে।
প্যারিসের একটি উপকণ্ঠ পরিদর্শনের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আমাদের নাগরিকরা পদক্ষেপ দেখতে চাইছেন। পদক্ষেপ আরও বাড়ানো হবে।’
চলতি মাসের শুরুতে স্যামুয়েল মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে আঁকা কার্টুন শিক্ষার্থীদের দেখান বলে জানায় ফ্রান্স কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা