বলিভিয়ায় নির্বাচনের প্রথম ধাপে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের মিত্র সমাজতন্ত্রী মাস পার্টির প্রার্থী লুইস আরসি জয়ী হতে যাচ্ছেন।
সর্বশেষ পাওয়া ফল থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরসির নিকট প্রতিদ্বন্দ্বী কারলোস মেসা পরাজয় মেনে নিয়েছেন। তিনি ২০ শতাংশ ভোটে আরিসির এগিয়ে থাকাকে ‘প্রশ্নাতীত’ বলে মন্তব্য করেছেন।
বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোরালেসের মিত্র আরসি জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করবেন তিনি।
দ্রুত গণনায় দেখা যায়, ৫২.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন আরসি। অন্যদিকে সিটিজেনস কমিউনিটি অ্যালায়েন্সের মধ্যপন্থি নেতা মেসা পেয়েছেন ৩১.৫ শতাংশ ভোট।
এ ছাড়া নির্বাচন পরবর্তী জরিপেও এগিয়ে আছেন আরসি। জুবিলিও রিসার্চ ইনস্টিটিউশন পরিচালিত ওই জরিপে আরসিকে ৫৩ শতাংশ ও মেসাকে ৩০.৮ শতাংশ ভোট পেতে দেখা যায়।
২০০৬ থেকে ২০১৭ ও ২০১৯ সালে দুই মেয়াদে মোরালেস নেতৃত্বাধীন সরকারে অর্থনীতি ও জাতীয় অর্থব্যবস্থা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৫৭ বছর বয়সী আরসি।
গত বছর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। ফলে মোরালেসকে বিজয়ী ঘোষণার পর নির্বাচনে কারচুপির অভিযোগে দেশটিতে গণবিক্ষোভ হয়।
বিক্ষোভ চলাকালে সেনাবাহিনী ও বিভিন্ন অঞ্চলের পুলিশপ্রধানরা মোরালেসকে পদত্যাগ করতে বলেন।
পদত্যাগের পরপরই নির্বাসনে চলে যান মোরালেস। পরে সিনেটর জেনিন আইনেজ অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
আইনেজ দ্রুত ফের নির্বাচনের অঙ্গীকার করলেও করোনাভাইরাসের কারণে পরপর দুইবার পিছিয়ে যায় নির্বাচন।
সূত্র: বিবিসি