বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়াল

  •    
  • ১৮ অক্টোবর, ২০২০ ০০:৪৬

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৮১৬ জনের। যুক্তরাষ্ট্রে ৮০ লাখ ৭০ হাজারের শনাক্তের বিপরীতে মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ৮১২ জন।

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যে শনিবার দিন শেষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬ হাজার ৪৫৪ জনে।  

বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৬১ হাজার ৮১৬ জনের।

হপকিন্স প্রকাশিত রিপোর্টে দেখা যায়, বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৮০ লাখ ৭০ হাজারের শনাক্তের বিপরীতে মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ৮১২ জন।

মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এক লাখ ৫৩ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত ৫২ লাখ ছাড়িয়েছে।

ভারতে মৃত্যু হয়েছে এক লাখ ১৩ হাজার। নিশ্চিত রোগী প্রায় ৭৪ লাখ ৩৩ হাজার। শনাক্ত বিবেচনায় এখন দেশটি বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, এখনো প্রতিদিন বিশ্বব্যাপী চার লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। আর মৃত্যু হচ্ছে ছয় হাজারের মতো।

বাংলাদেশে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৪৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ২৯৫। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।

এরই মধ্যে দেশে করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো খবর