ষষ্ঠীর আগেই কলকাতায় শুরু হয়ে গেছে দুর্গা পূজা। করোনাকালে সামাজিক দূরত্বের বিধি মেনেই উদ্বোধন চলছে। শনিবার দিনই একগুচ্ছ পূজার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
পূজার এখনও অনেক দিন বাকি। এবার করোনার কারণে আয়োজনেও তেমন আড়ম্বর নেই কলকাতায়। কিন্তু গত সোমবার থেকেই শুরু হয়ে গেছে প্রতিমা উদ্বোধন।
এবার অভূতপূর্ব পরিবেশে হচ্ছে দুর্গা পূজা। মহালয়ার এক মাসেরও বেশি দিন প্রতীক্ষার শেষে শুরু হচ্ছে দেবীর বোধন। কারণ মলমাস পড়েছে আশ্বিনে। তাই কার্তিক মাসে হবে দেবীর পূজা।
কিন্তু মলমাসেও পূজার উদ্বোধনে খামতি নেই। শনিবারই কলকাতার বালিগঞ্জ কালচারাল, ফাল্গুনি সংঘ, সিমহি পার্ক প্রভৃতি দুর্গা পূজারর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার বিভিন্ন জেলার দুর্গা পূজাও নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। কোথাও শঙ্খ বাজিয়ে, কোথাও কাঁসর বাজিয়ে, কোথাও বা ছবি এঁকে পূজার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
পুজোয় মমতার লেখা গানও প্রকাশিত হয়েছে। ইন্দ্রনীল সেন ও রূপঙ্কর বাগচী তাতে কণ্ঠ দিয়েছেন।
তবে মলমাসে দুর্গা পুজোর উদ্বোধনের কড়া সমালোচনাও শুরু হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডা. অর্চনা মজুমদার বলেন, 'পূজার নামে অনাচার চলছে। চলছে রাজনীতি। মলমাসে পুজো হয় না। এটা হিন্দুধর্মের অবমাননা।'
তার আরও অভিযোগ, উদ্বোধনের নামে মানুষের সনাতনি বিশ্বাসে আঘাত করা হচ্ছে। নিয়ম মেনে কার্তিক মাস থেকেই উদ্বোধন করা যেত বলেও মনে করেন ডা. মজুমদার।