বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ডা

  •    
  • ১৭ অক্টোবর, ২০২০ ১৬:০০

জেসিন্ডার বিরোধী জুডিথ কলিন্স এরই মধ্যে নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তিনি ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বিজয়ের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজিল্যান্ডের নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি ৫০ শতাংশেরও বেশি ভোটে এগিয়ে আছে।

স্থানীয় সময় শনিবার সর্বশেষ প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।

জেসিন্ডার বিরোধী জুডিথ কলিন্স এরই মধ্যে নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তিনি ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বিজয়ের জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

ফল ঘোষণার সময় জেসিন্ডার বাড়ির সামনে উল্লাস করতে দেখা যায় হাজার হাজার মানুষকে।

এর আগে শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৭টায়।

নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডার বিপরীতে লড়েছেন রক্ষণশীল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স।

নিউজিল্যান্ডে ১৯৯৬ সালে নতুন সংসদীয় ব্যবস্থা মিক্সড মেম্বার প্রোপরশনাল রেপ্রিজেন্টেশন (এমএমপি) বাস্তবায়নের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করতে পারেনি।

তবে এই প্রথমবার জেসিন্ডার দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করতে যাচ্ছেন।

দেশটির প্রায় ৩৫ লাখ ভোটারের মধ্যে ১৭ লাখেরও বেশি আগাম ভোট দিয়েছেন। ৩ অক্টোবর থেকে আগাম ভোট শুরু হয়।

সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ফল ঘোষণা শুরু করে। রাত ১০টার মধ্যে ৫০ শতাংশ ভোট গণনা ও রাত সাড়ে ১১টার মধ্যে ১০০ শতাংশ ভোট গণনা শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কমিশন।

প্রবাসী ও নিজের নির্বাচনি এলাকার বাইরে থেকে যারা ভোট দেবেন, তাদের ভোটসহ বিশেষ ভোটের ফল ৬ নভেম্বরের আগে প্রকাশ করা হবে না।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড, বিবিসি ও দ্য গার্ডিয়ান

এ বিভাগের আরো খবর