পূর্ব লাদাখকে ঘিরে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মিয়ানমারকে পুরনো একটি সাবমেরিন উপহার দিয়েছে ভারত।
স্থানীয় সময় বৃহস্পতিবার ‘আইএনএস সিন্ধুবীর’ নামে তিন হাজার টনের ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনটি মিয়ানমার নৌবাহিনীকে দেয়া হয়।
চীনের কৌশলগত আক্রমণের পাল্টা জবাব দিতে ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার তৈরি সাবমেরিনটি ৩১ বছরের পুরনো। তবে গত বছর ভারতের বিশাখাপত্তনমে এটি মেরামত করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবা বলেন, ‘সমুদ্রে সহযোগিতা মিয়ানমারের সঙ্গে আমাদের বৈচিত্র্যপূর্ণ ও সম্প্রসারিত সম্পৃক্তির অংশ। আমাদের সাগার (এ অঞ্চলের সবার নিরাপত্তা ও সমৃদ্ধি) ভিশন ও প্রতিবেশী সব দেশের সক্ষমতা বাড়ানো ও আত্মনির্ভরশীল করার অঙ্গীকারের আলোকে এমনটি (সাবমেরিন উপহার) করা হয়েছে।’
চলতি মাসের শুরুতে ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভান ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মিয়ানমার সফর করেন। এরপরই দেশটিকে সাবমেরিন দেয়ার ঘোষণা আসে।
ভারত এরই মধ্যে মিয়ানমারকে বিভিন্ন ধরনের সামরিক হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহ করেছে।
২০১৬ সালে বাংলাদেশকে দুইটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন দেয় চীন। এই প্রেক্ষাপটে মিয়ানমারকে ভারতের সাবমেরিন দেয়া আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা।
২০২৩ সালে থাইল্যান্ডকে সাবমেরিন দেয়ার কথা রয়েছে চীনের।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া