জমায়েত নিষিদ্ধের ডিক্রি উপেক্ষা করে থাইল্যান্ডে বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থী হাজার হাজার মানুষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দেশটির রাজধানী ব্যাংককের রাতচাপ্রাসং মোড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন তারা।
ওই সময় গ্রেফতার হওয়া কমপক্ষে ২০ নেতাকর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
সমাবেশে আন্দোলনের প্রতীক হিসেবে তিন আঙুলের স্যালুট দেন তারা।
বিক্ষোভ চলাকালে জনতাকে সমাবেশ ভেঙে চলে যাওয়ার অনুরোধ জানায় থাই পুলিশ। পরে সন্ধ্যা ৬টায় কারফিউ ঘোষণা করা হলে বিক্ষোভকারীরা স্থান ছাড়ে। শুক্রবার বিকেল পাঁচটায় আবার জমায়েতের অঙ্গীকার করেন তারা।
বৃহস্পতিবার ভোরে পানুপং জাদনক নামের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
মুক্তির পরই দুপুরের বিক্ষোভ সমাবেশে যোগ দেন ওই নেতা। সেখানে তিনি বলেন, ‘আমরা পেছাব না। পালিয়েও যাব না। মৃত্যু পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা সরকারবিরোধী আন্দোলন বন্ধের লক্ষ্যে বৃহস্পতিবার ভোরে পাঁচ বা ততধিক মানুষের জমায়েত নিষিদ্ধ করে থাই সরকার।
ওই সময় মানবাধিকার আইনজীবী আরনন নামপা, ছাত্রনেতা পারিত চিওয়ারাক ওরফে পেঙ্গুইনসহ প্রায় ২০ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে গ্রেফতার হওয়া নেতাকর্মীর সংখ্যা দাঁড়াল ৪০।
প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচার পদত্যাগ, রাজা মহা বাজিরালংকর্নের ক্ষমতা কমানো ও নতুন সংবিধানের দাবিতে গত তিন মাস ধরে বিক্ষোভ চলছে থাইল্যান্ডে।
দেশটির সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে এক দশক ধরে চলতে থাকা সহিংসতা নিরসনে ২০১৪ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন প্রায়ুত।
সূত্র: বিবিসি