বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি ট্রাম্পের

  •    
  • ১২ অক্টোবর, ২০২০ ১২:৩৪

ওই সময় নির্বাচনী প্রচারে ফেরার কথাও জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) থেকে পুরোপুরি সেরে উঠেছেন। তার মাধ্যমে অন্য কারো সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।

স্থানীয় সময় রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ নামের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওই সময় নির্বাচনী প্রচারে ফেরার কথাও জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে সুনির্দিষ্ট প্রমাণ উল্লেখ না করে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। এটা কতদিন থাকবে জানি না। দীর্ঘ বা অল্প সময় পর্যন্ত থাকতে পারে; আবার আজীবনও থাকতে পারে। কেউ তা আগে থেকে বলতে পারে না।’

তিনি বলেন, ‘করোনার শেষ পরীক্ষায় আমি পাস করেছি। এখন বেশ ভালো বোধ করছি।’

শনিবার ট্রাম্পের চিকিৎসক শন কনলি জানান, দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের করোনা পরীক্ষা হয়েছে। তিনি আর কোনোভাবেই অন্যদের সংক্রমণের ঝুঁকি নন।

অবশ্য ট্রাম্পের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে কি না, সে সম্পর্কে সরাসরি কিছু বলেননি কনলি।

এর পরদিনই ফক্স নিউজে নিজেকে সংক্রমণমুক্ত দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, করোনার জন্য আর কোনো ওষুধপত্র খাচ্ছেন না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফের সংক্রমণের আশঙ্কাও নেই তার।

করোনা থেকে সুস্থ হওয়ার পর কারো শরীরে অ্যান্টিবডি কতদিন কাজ করতে পারে এবং ফের সংক্রমণের হাত থেকে কতদিন তিনি সুরক্ষিত থাকতে পারেন, সেসব বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি গবেষকরা।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে এক সপ্তাহেরও বেশি সময় নির্বাচনের মাঠ থেকে দূরে ছিলেন ট্রাম্প।

হাতে আর বেশি সময় নেই তার। শেষ কয়েক সপ্তাহ নির্বাচনী প্রচারেই নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন তিনি।

সোমবার নির্বাচনের অন্যতম প্রধান লড়াইক্ষেত্র ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। এরপর মঙ্গলবার ও বুধবার পেনসিলভানিয়া ও আইওয়ার সমাবেশে যোগ দেবেন তিনি।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৪ হাজারেরও বেশি মানুষের।

করোনা পরিস্থিতি সামাল দিতে ‘ব্যর্থ হওয়ায়’ সমালোচনার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর মধ্যেই মাস্ক না পরে ও শারীরিক দূরত্ব না মেনে হোয়াইট হাউজে অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন করে কড়া সমালোচনায় পড়ে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে কমপক্ষে ১১ জন এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

সূত্র: ফক্স নিউজ

এ বিভাগের আরো খবর