বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোটা শহরে করোনা পরীক্ষা চালাবে চীন

  • সুপ্রভা সরকার, ডেস্ক   
  • ১২ অক্টোবর, ২০২০ ১২:২৬

আগামী পাঁচ দিনে পর্যায়ক্রমে শহরটির সবার করোনা পরীক্ষা করা হবে।

নতুন করে সংক্রমণ দেখা দেয়ায় উপকূলবর্তী শহর শিংদাওয়ের সব জনগণকে (৯০ লাখের বেশি) করোনাভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চীন।

সোমবার শহর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।

শিংদাওয়ের একটি হাসপাতালে বিদেশ থেকে এসে করোনা শনাক্ত হওয়া রোগীদের চিকিৎসা হচ্ছিল। সেখান থেকেই শহরে নতুন সংক্রমণ হয়।

আগামী পাঁচ দিনে পর্যায়ক্রমে শহরটির সবার করোনা পরীক্ষা করা হবে।

বেইজিং থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহরটিতে রোববার ছয় জন করোনাভাইরাস আক্রান্ত হয়। এ ছাড়া উপসর্গহীন রোগী শনাক্ত হন আরও ছয় জন। বেশিরভাগ আক্রান্তের ক্ষেত্রেই শিংদাও বক্ষব্যাধি হাসপাতালের সংযোগ রয়েছে।

শিংদাও কর্তৃপক্ষের ঘোষণার পর চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানায়, রোববার চীনের মূল ভূখণ্ডে করোনায় নিশ্চিত আক্রান্ত ছিলেন ২১ জন। তবে শিংদাও শহরে নিশ্চিত শনাক্তের কোনো সংখ্যা উল্লেখ করেনি কমিশন। কেন তারা সেটি করেনি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এনএইচসি জানায়, একদিনে নতুন আক্রান্তদের মধ্যে লক্ষণহীনদের সংখ্যা ২৩ জন থেকে বেড়ে ৩২ জন হয়েছে। চীন এই সংখ্যাকে নিশ্চিত আক্রান্ত হিসেবে গণ্য করছে না। লক্ষণহীন আক্রান্তদের মধ্যে ২৯ জনই বিদেশ ফেরত।

বক্ষব্যাধি হাসপাতালের পাশাপাশি প্রধান হাসপাতালেরজরুরি বিভাগকেও লকডাউনের আওতায় এনেছে শিংদাও কর্তৃপক্ষ

নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার অংশ হিসেবে যেসব ভবনে রোগীরা ছিলেন, সেগুলোও সিলগালা করে দেয়া হয়েছে।

চীনের মূল ভূখণ্ডে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৭৮টি। মৃত্যুর সংখ্যা চার হাজার ৬৩৪, যা অপরিবর্তিত।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরো খবর