বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্পের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর উদ্ধৃতি: ফাউচি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ অক্টোবর, ২০২০ ০৯:০৯

বিজ্ঞাপনটিতে দেখা যায়, ডা. ফাউচি বলছেন, করোনা মোকাবিলায় ‘‌এর চেয়ে বেশি কিছু কেউ করতে পারে বলে ভাবতে পারেন না’ তিনি। তার এ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি ট্রাম্পের দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু ফাউচি মূলত তিনিসহ অন্য স্বাস্থ্য কর্মকর্তাদের কথা বলছিলেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে তার বক্তব্যের সম্পাদিত অংশ প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

বিজ্ঞাপনটিতে দেখা যায়, ডা. ফাউচি বলছেন, করোনা মোকাবিলায় ‘‌এর চেয়ে বেশি কিছু কেউ করতে পারে বলে ভাবতে পারেন না’ তিনি। তার এ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি ট্রাম্পের দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু ফাউচি মূলত তিনিসহ অন্য স্বাস্থ্য কর্মকর্তাদের কথা বলছিলেন।

এর আগেও করোনা মহামারি মোকাবিলা নিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছিল এ সংক্রামক রোগ বিশেষজ্ঞের।

ট্রাম্পের বিজ্ঞাপনে বক্তব্য উদ্ধৃত করা নিয়ে বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে ফাউচি বলেন, ‘আমার প্রায় পাঁচ দশকের চাকরি জীবনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে সরাসরি সমর্থন করিনি।‌’

তিনি আরও বলেন, ফেডারেল জনস্বাস্থ্য কর্মকর্তাদের প্রচেষ্টা নিয়ে কয়েক মাস আগে দেয়া তার বড় বক্তব্যকে ছেঁটে অপ্রাসঙ্গিকভাবে রিপাবলিকান পার্টির প্রচারণার বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এতে তার কোনো সম্মতি ছিল না।

৩০ সেকেন্ডের বিজ্ঞাপনে ডা. ফাউচির বক্তব্য প্রচারের আগে ঘোষণা দেয়া হয়, ট্রাম্প করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করছেন; আমেরিকাও সেরে উঠছে।

বিজ্ঞাপনে ফাউচির বক্তব্যটি নেয়া হয়েছে ফক্স নিউজকে দেয়া তার এক সাক্ষাৎকার থেকে। গত মার্চে দেয়া ওই সাক্ষাৎকারে করোনা মোকাবিলা নিয়ে ফাউচি বলেছিলেন, ‌ ‘আমি এ কাজে প্রায় পুরোটা সময় ব্যয় করছি। আমি টাস্কফোর্স নিয়ে দৃশ্যত প্রতিদিনই হোয়াইট হাউজে যাচ্ছি। রোজই এটি ঘটছে। এ কারণে আমি ভাবতে পারছি না যে, কোনো পরিস্থিতিতে কেউ এর চেয়ে বেশি কিছু করতে পারবে কি না।‌’

ফাউচির বক্তব্যের জবাবে ট্রাম্পের প্রচার দলের মুখপাত্র টিম মারটাহ বলেন, ‘এগুলো (উদ্ধৃত করা অংশ) ডা. ফাউচির মুখের কথা। জাতীয় পর্যায়ে সম্প্রচারিত টেলিভিশন সাক্ষাৎকার থেকে ভিডিও নেয়া হয়েছে, যেখানে ডা. ফাউচি ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। এ শব্দগুলো সঠিক এবং সরাসরি ডা. ফাউচির মুখ নিঃসৃত।‌’

সূত্র: বিবিসি

এ বিভাগের আরো খবর