বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াইট হাউজে করোনা ছড়ানোর অনুষ্ঠান: ফাউচি

  •    
  • ১০ অক্টোবর, ২০২০ ১০:১২

‘দুই সপ্তাহ আগের ওই অনুষ্ঠানে লোকজন গাদাগাদি করে ছিল; কারো মুখে মাস্ক ছিল না।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় জমায়েতের আয়োজন করায় হোয়াইট হাউজের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

স্থানীয় সময় শুক্রবার সিবিএস নিউজকে এ কথা বলেন তিনি।

হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ফাউচি বলেন, সুপ্রিম কোর্টে সদ্য শূন্য হওয়া বিচারক পদে ট্রাম্পের তাড়াহুড়ো করে প্রার্থী ঘোষণার অনুষ্ঠান ছিল ‘সুপার স্প্রেডার’ (দ্রুত করোনা ছড়ানোর উপলক্ষ)।

তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগের ওই অনুষ্ঠানে লোকজন গাদাগাদি করে ছিল; কারো মুখে মাস্ক ছিল না।’

হোয়াইট হাউজের ডজনখানেক কর্মীসহ সংশ্লিষ্ট অনেকে এরই মধ্যে করোনা পজিটিভ হয়েছেন।

এদিকে শুক্রবার রাতে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে করোনার উপসর্গ নিয়ে কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, শরীরে জোর না পেলেও শ্বাস নিতে কোনো সমস্যা বোধ করছেন না।

শুক্রবার দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করিয়েছেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তার শরীরে করোনা নেই বললেই চলে কিংবা তিনি এ থেকে মুক্ত।

তবে করোনা নেগেটিভ হওয়ার বিষয়ে কিছু বলেননি প্রেসিডেন্ট।

শনিবার হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিত থাকার কথা।

করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি সামরিক হাসপাতালে ভর্তি হন ট্রাম্প। তিন দিন পরই তিনি হাসপাতাল ছাড়েন। হোয়াইট হাউজে ফিরে ব্যালকনিতে দাঁড়িয়েই মাস্ক খুলে ফেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তিনি ১৫ অক্টোবর জো বাইডেনের সঙ্গে সরাসরি দ্বিতীয় বিতর্কে অংশ নেয়ার ইচ্ছাও পোষণ করেন। তবে আয়োজকরা ভার্চুয়াল বিতর্কের কথা বললে ট্রাম্প তা থেকে সরে আসেন।

সূত্র: বিবিসি, ফক্স নিউজ

এ বিভাগের আরো খবর