যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যকার দ্বিতীয় বিতর্ক হচ্ছে না।
স্থানীয় সময় শুক্রবার আয়োজক প্রতিষ্ঠান দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস (সিপিডি) এ ঘোষণা দিয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া ট্রাম্পের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে ভার্চুয়াল বিতর্কের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প তাতে রাজি না হওয়ায় বিতর্ক বাতিলের সিদ্ধান্ত হয়।
সিপিডির এক বিবৃতিতে বলা হয়, ‘এটাই দৃশ্যমান যে, ১৫ অক্টোবর কোনো বিতর্ক হবে না...২২ অক্টোবর অনুষ্ঠেয় সর্বশেষ প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তুতির দিকেই মনোযোগ দেবে সিপিডি।’
এর আগে স্বাস্থ্য উপদেষ্টাদের পরামর্শক্রমে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সিপিডি ঘোষণা দেয়, ট্রাম্প করোনা পজিটিভ হওয়ায় মায়ামিতে অনুষ্ঠেয় বিতর্ক ভার্চুয়াল হবে। দূরবর্তী কোনো অবস্থান থাকবেন দুই প্রার্থী।
তবে ট্রাম্প দ্রুতই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, তিনি এমন কিছু অনুষ্ঠানে অংশ নেবেন না, যেগুলোর মাধ্যমে আগামী সব সাধারণ নির্বাচনের বিতর্ক প্রশ্নের মুখে পড়বে।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে চূড়ান্ত বিতর্কটি হওয়ার কথা রয়েছে নাশভিলে।