যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বুধবার একমাত্র ভাইস প্রেসিডেন্ট বিতর্কে অংশ নিয়েছিলেন রিপাবলিকান পার্টির মাইক পেন্স ও ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস।
এ বিতর্কে করোনা মহামারি, বর্ণবাদ, কর, বিচারব্যবস্থাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই প্রার্থী। তবে অনেক দর্শকের কাছে সেসব বিষয় গৌন হয়ে গেছে। তাদের মূল আলোচনা বিতর্কের সময় পেন্সের মাথায় বসা মাছি নিয়ে।
মাছিটি রিপাবলিকান ভাইস প্রেসিডেন্টের মাথায় ছিল ১২২ সেকেন্ড। আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা, বিদ্রূপ।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটাহ ক্যাম্পাসে বিতর্ক হয়। মঞ্চে পেন্সের সাদা চুলকে বসার জায়গা বানিয়ে নেয় মাছিটি।
বিষয়টি নিয়ে আলোচনা এত দূর গড়িয়েছে যে, এ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি মাছি তাড়ানোর ব্যাট নিয়ে তোলা একটি ছবি টুইট করেন।
যুক্তরাষ্ট্রে বিতর্কে মাছির অনুপ্রবেশ নতুন নয়। চার বছর আগে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের সময় হিলারি ক্লিনটনের মুখে বসে ছিল আরেকটি মাছি। তখনও এ নিয়ে মজা করেছিলেন অনেকে।
সূত্র: সিএনএন ও দ্য সান