যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল টিভি বিতর্কে অংশ নিতে অসম্মতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত ২৯ সেপ্টেম্বর ওহাইওতে প্রথম বিতর্কে অংশ নেন ট্রাম্প ও বাইডেন। ১৫ অক্টোবর মায়ামিতে তাদের মধ্যে দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভার্চুয়াল বিতর্ক আয়োজনের এই সিদ্ধান্ত নেয় কমিশন।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বীকে বাঁচাতে আয়োজন করা ভার্চুয়াল বিতর্কে অংশ নিয়ে সময় নষ্ট করতে চান না তিনি।
কমিশন বলছে, বিতর্কে অংশ নিতে যাওয়া সবার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভার্চুয়াল বিতর্কের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডনাল্ড ট্রাম্প অসুস্থ থাকলে তার সঙ্গে বিতর্কে অংশ নেয়া উচিত হবে না বলে সম্প্রতি সাংবাদিকদের কাছে মন্তব্য করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন।
আয়োজক কমিশন জানিয়েছে, মায়ামিতে বিতর্কের অনুষ্ঠানে মডারেটর ও দর্শকরা থাকবেন। প্রার্থীরা যে কোনো স্থান থেকে অংশ নিতে পারবেন।
সূত্র: বিবিসি