বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লুইস গ্লুকের ‘ভ্রমাতীত কাব্যভাষা’র নোবেল জয়

  •    
  • ৮ অক্টোবর, ২০২০ ১৭:৩৭

গ্লুক গত ২৭ বছরের মধ্যে প্রথম আমেরিকান নারী- যিনি সাহিত্যে নোবেল জয় করলেন।

যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লুক। তার কাব্যের বিষয় মানব জীবনের যন্ত্রণাময় অভিজ্ঞতা, পরিবারের ঘেরাটোপে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত লড়াই।

৭৭ বছরের নারী গ্লুক এই কাব্যভাষাকেই স্বীকৃতি দিয়েছে নোবেল কমিটি।

সুইডেনের রাজধানী স্টকহোমে বৃহস্পতিবার ২০২০ সালে সাহিত্যে নোবেলজয়ী হিসেবে ঘোষিত হয়েছে লুইস গ্লুকের নাম।

গ্লুক গত ২৭ বছরের মধ্যে প্রথম আমেরিকান নারী- যিনি সাহিত্যে নোবেল জয় করলেন। আমেরিকার প্রথম সারির এই কবি ১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কারও জয় করেছেন। জীবনযুদ্ধের যন্ত্রণাকে কাব্যভাষা দিতে তিনি অনেক সময়েই গ্রিক ও রোমান মিথাশ্রয়ী।

গ্লুকের প্রথম কাব্যগ্রন্থ ‘ফাস্টবর্ন’ প্রকাশিত হয় ১৯৬৮ সালে। অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কবির পরিচিতি পান তিনি। এ পর্যন্ত তার কবিতার ১২টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া কবিতা বিষয়ক বেশ কিছু প্রবন্ধ লিখেছেন তিনি।

গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন অস্ট্রিয়ার পিটার হান্ডকে।

নোবেল পুরস্কার হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (৯১ লাখ ৫০ হাজার টাকা) পাবেন লুইস গ্লিক।

এ বিভাগের আরো খবর