ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) সাবেক প্রধান ও নাগাল্যান্ডের সাবেক রাজ্যপাল অশ্বিনী কুমারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে হিমাচল রাজ্যের রাজধানী শিমলার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে সেখানকার পুলিশ সুপার মোহিত চাওলা জানিয়েছেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, অশ্বিনী কুমার আত্মহত্যা করেছেন। বিভিন্ন সূত্র বলছে, তিনি অবসাদে ভুগছিলেন। তার বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
অশ্বিনী কুমার দুই বছরের জন্য সিবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে হিমাচল প্রদেশের পুলিশ প্রধান ছিলেন। প্রদেশটি থেকে নিয়োগ পাওয়া প্রথম সিবিআই প্রধান ছিলেন তিনি। অশ্বিনী কুমার ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এ সময় তিনি স্বল্প সময়ের জন্য মণিপুরের রাজ্যপালেরও দায়িত্ব পালন করেন।
সিবিআইএর প্রধান থাকার সময় অশ্বিনী বহুল আলোচিত আরুষি তালওয়ার হত্যা মামলার তদন্ত করেন।
সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার