বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্প অসুস্থ থাকলে বিতর্ক নয়: বাইডেন

  • নুসরাত জাবীন বিভা, ডেস্ক   
  • ৭ অক্টোবর, ২০২০ ১১:৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অসুস্থ থাকলে তার সঙ্গে বিতর্কে অংশ নেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম বিতর্কে অংশ নিয়েছেন ট্রাম্প ও বাইডেন। ১৫ অক্টোবর মায়ামিতে দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা।

করোনায় আক্রান্ত ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশগ্রহণ নিয়ে বাইডেন বলেন, চিকিৎসা বিশেষজ্ঞরা সঠিক মনে করলেই তিনি বিতর্কে যোগ দেবেন।

সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি মনে করি তার এখনও কোভিড থাকলে আমাদের বিতর্কে যাওয়া উচিত নয়। আমাদের কঠোরভাবে নির্দেশনা মানা উচিত। অনেক মানুষ আক্রান্ত হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা।’

তিনি আরও বলেন, ‘আমি ক্লিভল্যান্ড হাসপাতালের নির্দেশনা মেনে কাজ করব। চিকিৎসকরা যা বলবেন সেটিই সঠিক।’

বাইডেন বলেন, ‘আমি তার সঙ্গে বিতর্কের অপেক্ষা করছি। কিন্তু প্রয়োজনীয় সব নিয়ম যেন মানা হয়।’

এদিকে বিতর্কে অংশ নেয়ার আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

শুক্রবার ট্রাম্পের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ওই দিন তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু সোমবারই হাসপাতাল ছাড়েন ট্রাম্প।

প্রেসিডেন্টের প্রশাসন বা পুনর্নির্বাচন প্রচারে ঘনিষ্ঠভাবে যুক্ত অনেকে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। বাইডেনও করোনা পরীক্ষা করান। তবে শুক্রবার তার ফল নেগেটিভ আসে।

সূত্র: সিএনএন

এ বিভাগের আরো খবর