করোনাভাইরাসজনিত মহামারিতে জন্মহার বাড়াতে বাবা-মাকে বাড়তি প্রণোদনা দেবে সিঙ্গাপুর।
মহামারিতে আর্থিক চাপ ও চাকরি হারানোর কারণে অনেক নাগরিক সন্তান নিতে চাচ্ছেন না। এ কারণেই বাড়তি প্রণোদনার ঘোষণা দিয়েছে দেশটি।
প্রণোদনার পরিমাণ যদিও নির্দিষ্ট করা হয়নি। তবে মা-বাবা মোটা অঙ্কের বেশ কয়েকটি বোনাস পেতে পারেন।
বিশ্বের অন্যতম কম জন্মহারের দেশ সিঙ্গাপুর। দেশটি গত কয়েক দশক ধরেই জন্মহার বাড়ানোর চেষ্টা করছে।
করোনা মহামারিতে শিশুর জন্ম আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হেং সুই কেট জানান, করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবকই সন্তান নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন বলে তারা তথ্য পেয়েছেন।
তিনি বলেন, প্রণোদনার পরিমাণ ও কীভাবে দেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে।
দেশটিতে বর্তমানে শর্তসাপেক্ষে ‘বেবি বোনাস’ হিসেবে সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুর ডলার (৬ লাখ ২২ হাজার টাকা) পান মা-বাবা।
সিঙ্গাপুরের সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দেশটিতে গর্ভধারণের হার ১.১৪ শতাংশে নামে, যা আট বছরের মধ্যে সর্বনিম্ন।
সিঙ্গাপুরের মতো এশিয়ার অনেক দেশই গর্ভধারণের কম হার নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, মহামারিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে।
সিঙ্গাপুরের প্রতিবেশী রাষ্ট্র ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে অবশ্য বিপরীত অবস্থা। লকডাউন শুরুর পর দেশ দুটিতে অন্তঃসত্ত্বার হার ব্যাপকভাবে বেড়েছে।
সূত্র: বিবিসি