বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াইট হাউজে গিয়েই মাস্ক খুললেন ট্রাম্প

  • নুসরাত জাবীন বিভা, ডেস্ক   
  • ৬ অক্টোবর, ২০২০ ১০:২৮

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর  একের পর এক স্বভাবসুলভ আচরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার সমর্থকদের সঙ্গে দেখা করতে তিনি কিছু সময়ের জন্য গাড়িতে করে হাসপাতালের বাইরে যান।

এক দিন পর হাসপাতাল ছাড়েন ট্রাম্প। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে হোয়াইট হাউজের ট্রুম্যান ব্যালকনিতে অনেকটা ফিল্মি স্টাইলে মাস্ক খুলে ফেলেন তিনি।

গত শুক্রবার সকালে এক টুইটবার্তায় নিজের ও স্ত্রী মেলানিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান ট্রাম্প।

ওই দিনই তাকে ওয়াশিংটন ডিসির সামরিক হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

সোমবার এক টুইট বার্তায় তিনি তার হাসপাতাল ছাড়ার কথা জানান।

হোয়াইট হাউজ থেকে তিনি টুইটারে একটি প্রচারণা ভিডিও প্রকাশ করেন। এই ভিডিওতে ট্রাম্প দাবি করেন, তাকে করোনার মুখোমুখি হতে হয়েছে কারণ ‘নেতা’ হিসেবে তার ‘হতে হতো’।

ট্রাম্প বলেন, ‘আমরা আবার ফিরে যাচ্ছি। আমরা আবার কাজে ফিরে যাচ্ছি। আমরা বাইরে বের হতে যাচ্ছি।’

‘আপনাদের নেতা হিসেবে আমাকে এটি করতে হতো। আমি জানতাম এতে ঝুঁকি আছে। কিন্তু আমার (এটি) করতে হতো। আমি সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তা কোনো নেতাই করত না। এখন আমি ভালো আছি; হয়তো সুরক্ষিত। একে (করোনাভাইরাস) আপনার জীবনকে প্রভাবিত করতে দেবেন না। সতর্ক থাকুন।’

সূত্র: সিএনএন

এ বিভাগের আরো খবর