চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন এবং দুই আমেরিকান বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস। ‘হেপাটাইটিস সি’ ভাইরাস আবিষ্কারের জন্য তাদের পুরস্কার দেয়া হয়েছে।
সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। কমিটির পক্ষ থেকে বলা হয়, তাদের আবিষ্কার লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছে।
ডোনেট করা রক্ত গ্রহণকারীরা একটি অজ্ঞাত, রহস্যময় রোগে আক্রান্ত হয়ে ক্রনিক হেপাটাইটিসে (লিভারের প্রদাহ) ভুগতে থাকায় ১৯৬০-এর দশকে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। কে এ রোগে আক্রান্ত হবেন, আর কে হবেন না – এটা আগাম বোঝার উপায় ছিল না। এই তিন বিজ্ঞানী হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করায় ডোনেট করা রক্ত পরীক্ষা করে ওই জীবাণুর উপস্থিতি আগাম সনাক্ত করার উপায় বের হয়।
চলতি বছর জয়ীদের ১০ লাখ ক্রোনা বেশি দেয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে নোবেল ফাউন্ডেশন। ২০১২ সাল থেকে এ পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনা।
কোন নোবেল কবে ঘোষণা
৬ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর রসায়ন, ৮ অক্টোবর সাহিত্য, ৯ অক্টোবর শান্তি এবং ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা হবে।
পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করবে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স। এ ছাড়া সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং রাজধানী অসলো থেকে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কিংবা বিজয়ীদের নাম ঘোষণা করবে।