করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেখতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের বাইরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা।
তাদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আগে থেকে জানিয়ে রেখেছিলেন ট্রাম্প। সত্যি সত্যি তিনি তাই করলেন।
সমর্থকদের অবাক করে দিয়ে হাসপাতাল থেকে অল্প কিছুক্ষণের জন্য বের হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
স্থানীয় সময় রোববার গাড়িতে চড়ে হাসপাতালের বাইরে বের হন মাস্ক পরা ট্রাম্প। ওই সময় গাড়ির ভেতর থেকে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
হাসপাতাল থেকে বের হওয়ার আগে টুইটে ট্রাম্প বলেন, ‘‘আমি ‘আকস্মিক সাক্ষাৎ’ করতে যাচ্ছি।”
চিকিৎসকরা জানান, ট্রাম্পের অবস্থা এখন উন্নতির দিকে। হাসপাতাল থেকে সোমবার ছাড়পত্র পেতে পারেন তিনি।
ট্রাম্পের চিকিৎসক শন কনলি জানান, চিকিৎসা শুরুর পর প্রেসিডেন্টের অক্সিজেন লেভেল দুইবার নেমে গিয়েছিল। তাকে ডেক্সামেথাসন নামের একটি স্টেরয়েড দেয়া হয়েছে।
তিনি বলেন, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্টকে অন্তত একবার বাড়তি অক্সিজেন দিতে হয়েছে।
দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
করোনায় আক্রান্ত হওয়ার পর এক টুইটবার্তায় তিনি বলেন, ‘কোভিড সম্পর্কে অনেক কিছু জেনেছি। স্কুলে গিয়েই জানতে পেরেছি। এটাই প্রকৃত স্কুল। এ স্কুলে বই পড়তে হয় না। করোনাকে বুঝতে পেরে রোমাঞ্চিত হয়েছি। আপনাদের এ বিষয়ে আমি জানাব।’
গত শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি হন ট্রাম্প। ওই দিনই এক টুইটে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া করোনায় আক্রান্ত।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হলেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: বিবিসি