বিহারে বিজেপিকে হারাতে তৈরি হলো 'মহাগঠবন্ধন' (মহাজোট)। শনিবার কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এ মহাজোটের ঘোষণা দেয়।
জোটে বামদল সিপিএম, সিপিআই ও সিপিআই (এমএল) লিবারেশনও রয়েছে। অন্যদিকে জনতাদল (ইউনাইটেড), বিজেপি ও লোকজনশক্তি পার্টি (এলজেপি)-র জোট অটুট রয়েছে।
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ঐকান্তিক চেষ্টায় বিজেপির বিরুদ্ধে একাট্টা হলেন বিরোধীরা।
২৪৩ আসনের রাজ্য বিধানসভার ভোটে ১৪৪টি আসনে লড়বে আরজেডি। কংগ্রেস পাচ্ছে ৭০টি আসন। বামেরা লড়বে ২৯টি কেন্দ্রে। ছোটছোট আঞ্চলিক দলকেও আরজেডি নিজেদের ভাগ থেকে আসন ছাড়বে।
শনিবার জোট নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আরজেডি নেতা তেজস্বী যাদব ও বিহার কংগ্রেসের ভারপ্রাপ্ত অবিনাশ পান্ডে। অবিনাশ জানান, মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
তেজস্বী জানান, লোকসভার উপনির্বাচনে বাল্মিকীনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী লড়বেন জোটের হয়ে।
বিহার বিধানসভার তিন দফায় ভোট ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। ভোট গণনা ১০ নভেম্বর। বর্তমানে নীতীশকুমারের নেতৃত্বে জেডিইউ-বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। নির্বাচনী পূর্বাভাসে এগিয়ে তারাই।
তবে বিরোধীরা একজোট হয়ে সরকারপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যেই ভারতে বিহার রাজ্যেই প্রথম নির্বাচন হচ্ছে। সামাজিক দূরত্ববিধি মেনে ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে মঙ্গলবার।