বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে লাখ ছাড়াল করোনায় মৃত্যু

  • নুসরাত জাবীন বিভা, ডেস্ক    
  • ৩ অক্টোবর, ২০২০ ১৫:৫৭

যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পর ভারতেও করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে এক হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৮৭৫।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সর্বাধিক ৩৭ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়। এ ছাড়া দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ও কর্ণাটকে মারা গেছেন ৯ হাজার ৬৫২ ও ৯ হাজার ১২৪ জন।

মৃতের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকলেও আক্রান্তের দিক থেকে ভারত দ্বিতীয়। দেশটিতে শুক্রবার সকাল থেকে আরও ৭৯ হাজার ৪৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য অনুযায়ী, ভারতে সাত কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৪০৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবার পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৩২ হাজার ৬৭৫ জনের।

ভারতে মধ্য-জুলাইতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ লাখ। আড়াই মাসেরও কম সময়ে ৬০ লাখের উপরে চলে গেছে সংখ্যাটি। 

সংক্রমণের হার বেশি হয়েছে নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুতে। মোট শনাক্তের প্রতি সাতজনে একজন ও মৃতের প্রতি পাঁচজনের একজন এ চার শহরের।

জানুয়ারিতে ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ মহামারীতে বিপর্যস্ত হয়ে গেছে দেশটির অর্থনীতি। 

অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগস্টে অবকাঠামো প্রকল্পে এক দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ২০০ কোটি ডলার বরাদ্দ করেন তিনি। 

এর আগে গত মার্চে দুই হাজার ২০০ কোটি ডলারের অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বিজেপি নেতৃত্বাধীন সরকার।

সূত্র: ইউএনবি

এ বিভাগের আরো খবর