ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) এক দিনে সর্বোচ্চ তিন হাজার ২৮১ জন আক্রান্ত হয়েছে।
বুধবার রাতের বুলেটিনে রাজ্য সরকার এ তথ্য জানিয়েছে।
এর আগে ২৩ আগস্ট একদিনে আক্রান্ত হয়েছিল তিন হাজার ২৭৪ জন।
বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার একই রয়েছে। কমেছে মৃত্যুর গড়ও।
বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয় দুই লাখ ৫৭ হাজার ৪৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই লাখ ২৫ হাজার ৭৫৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ হাজার ৩৩২ জন।
পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ। রাজ্যে মৃত্যু হয়েছে চার হাজার ৯৫৮ জনের।
করোনা সংক্রমণের এ পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গ সফর করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার তিনি বলেন, ‘কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজ্য সরকার সব রকম চেষ্টা করছে।’
তবে বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাস শুনতে রাজি নন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, ‘কোভিড মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। ভারত সরকার টাকা দিলেও মানুষ কোনো সুবিধা পাচ্ছে না। চলছে দুর্নীতি।’
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন। রোগে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৭০৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫২ লাখ ৭৩ হাজার ২০১ জন।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গোটা দেশে আনলক-৫। আরও শিথিল হচ্ছে লকডাউন। খুলে যাচ্ছে সিনেমা হল, সুইমিং পুল।
তবে দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকছে। ট্রেন চলাচল বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞা।
পশ্চিমবঙ্গে লকডাউন চললেও অনেকেই মানছে না শারীরিক দূরত্ব। বিশেষ করে হাটবাজার বা গণপরিবহণে ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশকে।