ফ্রান্সের প্যারিসে বিদ্রূপ সাময়িকী শার্লি এবদোর সাবেক কার্যালয়ের সামনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সাময়িকীটির সাবেক কার্যালয়ের সামনে চাপাতি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। এতে দুজন আহত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় মূল সন্দেহভাজনকে ঘটনাস্থলের কাছ থেকে আটক করা হয়। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ১৮ বছর বয়সী যুবক।
পুলিশ জানায়, এ ঘটনায় আরও ছয়জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, এটি নিশ্চিতভাবেই ইসলামপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি বলেন,পুলিশ প্রশাসন এই এলাকায় হামলার ঝুঁকিকে হালকাভাবে নিয়েছিল।
সর্বশেষ হামলাটি এমন এক সময়ে হলো যখন শার্লি এবদো কার্যালয়ে ২০১৫ সালের হামলার ঘটনায় হাই-প্রোফাইল ট্রায়াল চলছে। হামলাকারী দুজনকে সহায়তার জন্য ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
ওই হামলায় ১২ জন নিহত হয়েছিল।
সেই হামলার পর শার্লি এবদো তাদের কার্যালয় পরিবর্তন করে। পরে সাময়িকীটির কার্যালয়ের জায়গায় একটি টেলিভিশন প্রোডাকশন কোম্পানি কাজ শুরু করে।
শুক্রবারের হামলার শিকার দুই ব্যক্তির পরিচয় পুলিশ প্রকাশ করেনি। তবে এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা ওই টেলিভিশন প্রোডাকশন কোম্পানির কর্মী।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ কাস্টেক্স সাংবাদিকদের জানান, হামলার শিকার দুই ব্যক্তি শঙ্কামুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক টেলিভিশন প্রোডাকশন কোম্পানির এক কর্মী জানান, তিনি জানালায় দাঁড়িয়ে দেখেন, তার এক সহকর্মী রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছেন। একজন অস্ত্রধারী তাকে ধাওয়া করে।