করোনাভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে নয় লাখ ৮৭ হাজারের বেশি হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) কোভিড-১৯ ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে এ ভাইরাসের সংক্রমণ শুরু হয়। দ্রুতই এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে মহামারী রূপ নেয়।
সিএসএসইর ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৮৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুই কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬২০ জন।
ভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন ল্যাবে টিকার ট্রায়াল চলছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো টিকা উদ্ভাবন হয়নি।
এমন বাস্তবতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, কার্যকর কোনো টিকা ব্যাপক হারে ব্যবহার শুরুর আগেই করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ২০ লাখ হতে পারে।
সংস্থাটির জরুরি বিভাগের প্রধান ড. মাইক রায়ানের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সমন্বিত আন্তর্জাতিক তৎপরতা ছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শীতের আগে উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ শুরু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে।
গত কয়েক দিনে ইউরোপজুড়েও শুরু হয়েছে সংক্রমণ। এতে মহাদেশটিতে আগের মতো লকডাউন শুরুর বিষয়ে কথাবার্তা হচ্ছে।