বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকে অনেক সমস্যায় ফেলেছে যুক্তরাষ্ট্র: চীন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২১

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত শ্যাং সুন বলেছেন, বিশ্বকে এরই মধ্যে অনেক সমস্যার মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্র । 

স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।   

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে করোনাভাইরাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া ও এ সংক্রান্ত তথ্য গোপনের জন্য চীনকে দায়ী করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই দিন পর নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কেলি ক্র্যাফট চীনের সমালোচনা করেন। তিনি বলেন, করোনাভাইরাসের উৎপত্তি গোপনের পাশাপাশি ভাইরাসসৃষ্ট  ঝুঁকি নিয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি চীন। এ ছাড়া বৈজ্ঞানিক সহযোগিতাও করেনি দেশটি। 

তিনি  বলেন, চীনের এসব কর্মকাণ্ডের ফলেই স্থানীয় পর্যায়ের মহামারী বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে।

ক্র্যাফটের অভিযোগ দ্রুত প্রত্যাখান করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সুন বলেন, ‘অনেক হয়েছে। আপনারা এরই মধ্যে পৃথিবীকে অনেক সমস্যার মুখোমুখি করেছেন।’ 

তিনি বলেন, ‘করোনা নিয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিষোদগার খুবই দুঃখজনক। আমরা এসব ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখান করছি।’ 

এদিকে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া চীনের বিরুদ্ধে ক্র্যাফটের অভিযোগের সমালোচনা করে বলেন, ‘নিরাপত্তা পরিষদের একজন সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির এমন ভিত্তিহীন অভিযোগ খুবই দুঃখজনক।’  

জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে সদস্য রাষ্ট্রদের মধ্যে ঐক্য বজায় রাখার অনুরোধ  করে আসছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  

বৃহস্পতিবার গুতেরেস আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বিপজ্জনক পর্যায়ে ধাবিত হচ্ছে।

এ বিভাগের আরো খবর