করোনাভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তের দিক থেকে এ সংখ্যাটা সর্বোচ্চ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নর্থ ডাকোটা, ইউটাহসহ বেশ কিছু অঙ্গরাজ্যে আক্রান্ত বাড়ার মধ্যেই মৃতের সংখ্যা দুই লাখে ঠেকল।
এমন বাস্তবতায় স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মৃতের এ সংখ্যা 'ভয়ানক'। তিনি বলেন, চীনের উচিত ছিল ভাইরাসের বিস্তার রোধ করা।
ওই সময় করোনা মোকাবিলায় নিজ উদ্যোগের পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা না নিলে ২০, ২৫ বা ৩০ লাখ মানুষের মৃত্যু হতো।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে করোনাজনিত মৃত্যুহার প্রকাশ করে জেএইচইউ। গত বছরের শেষের দিকে চীনে করোনার প্রাদুর্ভাবের পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করে বিশ্ববিদ্যালয়টি।
যুক্তরাষ্ট্রে প্রথম আক্রান্ত ধরা পড়ে জানুয়ারিতে। দ্রুতই তা মারাত্মক রূপ ধারণ করে। এ মহামারী মোকাবিলায় বিভিন্ন সময়ে সমালোচনায় পড়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের তৎপরতা।
ট্রাম্পের সমালোচনা করে সোমবার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, 'গত ছয় মাসে ট্রাম্পের মিথ্যাচার ও অযোগ্যতার কারণে আমরা আমেরিকার ইতিহাসের অন্যতম বড় প্রাণহানির ঘটনা দেখেছি।'