মিসরে নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা বা সুপ্রিম গাইড মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে একটি আদালত।
২০১৩ সালের একটি সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এ আদেশ দেয় আদালত।
মিসরের গণমাধ্যমের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মিসরের উপকূলীয় পোর্ট সাইদের একটি থানায় সহিংসতার ঘটনায় পুনর্বিচারে মোহাম্মদ বাদির পাশাপাশি যাবজ্জীবন সাজা পেয়েছেন মোহামেদ এল-বেলতাগি, সাফওয়াত হেগাজিসহ ১২ জন ব্রাদারহুড নেতা। থানার ওই ঘটনার জেরে পতন হয় ব্রাদারহুড-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির।
মিসরের সংবাদমাধ্যম আহরাম অনলাইনের খবরে বলা হয়, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে পোর্ট সাইদের এল-আরব থানা এলাকায় পাঁচজনকে হত্যা, আরও ৭০ জনকে হত্যাচেষ্টা, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, গুলি ও অস্ত্র চুরির অভিযোগ আনে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সহিংসতা ও নৈরাজ্যে উসকানির অভিযোগ আনা হয়।
আহরামের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতাদের সাজা চূড়ান্ত নয়। কোর্ট অব ক্যাসেশনে এর বিরুদ্ধে আপিল করা যাবে।
মিসরের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে ২৫ বছর কারাগারে থাকা।
২০১০ সালে মুসলিম ব্রাদারহুডের অষ্টম প্রধান হিসেবে নির্বাচিত হন বাদি। ২০১৩ সালে দেশটির রাজধানী কায়রোতে ১০ জনকে হত্যার আদেশ দেওয়ার অভিযোগে করা একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত।