দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তবে অবরোধ তুলে নিলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার বিকেল সোয়া ৫টায় চিকিৎসকরা শাহবাগ মোড় ছাড়েন। এতে স্থবির হয়ে পড়া আশপাশের সড়কের যান চলাচল শুরু হয়।
শাহবাগ মোড় ছাড়ার ঘোষণা দিয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা আজ শাহবাগ মোডের অবরোধ ছেড়ে দিচ্ছি। তবে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি না।’
তিনি বলেন, ‘আমরা সরকারকে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আর বৃহস্পতিবারের আগে যখনই প্রজ্ঞাপন প্রকাশ হবে তখনই আমরা কাজে যোগ দেবো।’
এর আগে আজ রোববার দুপুর ১টায় ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন দেশের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
চিকিৎসকদের বক্তব্য, তাদেরকে বর্তমানে ভাতা দেয়া হয় ২৫ হাজার টাকা। তাদের অন্য কোথাও চেম্বার করারও সুযোগ দেয়া হয় না। তাই তারা চান এই ভাতা ৫০ হাজার টাকা করা হোক।
অবরোধের আগে সকাল ৮টা থেকে এই দাবিতে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি’ ব্যানারে ট্রেইনি চিকিৎসকরা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হন।
সেখান থেকে দাবি মেনে নিতে কয়েক ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় দুপুর ১টায় তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
এদিকে অবরোধ চলাকালীন বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধস্থলে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।
তিনি আন্দোলনরত চিকিৎসকদের রাস্তা অবরোধ ছেড়ে দিতে অনুরোধ করেন।
উপাচার্য বলেন, ‘চিকিৎসকদের জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয় হলো সেবা ছেড়ে রাজপথে এসে আন্দোলন করা। আমরা চাই আর কখনোই যেন চিকিৎসকদের দাবি-দাওয়া আদায়ে এভাবে রাজপথে নামতে না হয়। আমরা চাই আজকের মতো আপনারা ঘরে ফিরে যান।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক এবং উপাচার্য হিসেবে দাবি আদায়ে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনকি ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পর্যায়েই রয়েছে, যা এই সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন আকারে চলে আসবে বলে আশা করছি।’